রাজধানীর খিলগাঁওয়ে যুবলীগ নেতা গুলিবিদ্ধ
রাজধানীর খিলগাঁওয়ে চায়ের দোকানে চা পান করার সময় এক যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে চায়ের দোকানে চা পান করার সময় এক যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন। খিলগাঁওয়ের ভূঁইয়াপাড়ায় রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুলিবিদ্ধ যুবলীগ নেতার নাম শাকিল ব্যাপারী। তার বাবার নাম দাদন ব্যাপারী। ভূঁইয়াপাড়ায় ভাড়া বাসায় থাকতো সে। শাকিলের বাবা জানান, তার ছেলে খিলগাঁও থানার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক। রাতে মিনারা মসজিদের পাশের দোকানের সামনে দাঁড়িয়ে চা পানের সময় কে বা কারা তার দুই পায়ে দুটি গুলি করে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শাকিলের বাম পায়ের গুলি মাংসভেদ করে বেরিয়ে যায়। ডান পায়ের গুলি পায়ের ভেতরে আছে বলে ডাক্তার জানিয়েছেন।’
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, গুলিবিদ্ধ যুবলীগ নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: