জামালপুর সদরে ওর্য়াড ছাত্রদলের দ্বি- বার্ষি ক সম্মলেন অনুষ্ঠিত
জামালপুর সদর উপজলোর ১৩নং মষ্টো ইউনয়িনরে ১ ও ৩নং ওর্য়াড ছাত্রদলরে দ্বি বার্ষিকী সম্মলেন অনুষ্ঠিত হয়েছে
প্রথম নিউজ, জামালপুর : জামালপুর সদর উপজলোর ১৩নং মষ্টো ইউনয়িনরে ১ ও ৩নং ওর্য়াড ছাত্রদলরে দ্বি বার্ষিকী সম্মলেন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৮ মে সোমবার বকিলেে হাজপিুর বাজারস্ত আলহাজ্ব জয়নুল আবদেীন দাখিল মাদ্রাসা মলিনায়তনে সম্মলেনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় কমটির সহ-সাংগঠনকি সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকটে শাহ মোঃ ওয়ারছে আলী মামুন। প্রধান বক্তা ছিলেন সদর উপজলো দক্ষিন শাখা ছাত্রদলরে আহবায়ক মোঃ হুমায়ুন কবীর খান সবুজ। সভাপতত্বি করনে মষ্টো ইউনয়িন ছাত্রদলরে সভাপতি মোঃ আল- আমিন। সম্মলেনে বক্তব্য রাখনে, জামালপুর সদর উপজলো বএিনপরি সাধারন সম্পাদক মোঃ রুহুল আমীন মলিন, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম, জেলা মৎস্যজীবী দলরে সভাপতি মোঃ আব্দুল হালিম। মষ্টো ইউনয়িন বএিনপরি সভাপতি মোঃ আব্দুস সামাদ ছানা, সাধারন সম্পাদক মোঃ আব্দুল্লাহ মাস্টার, সিনিয়র সহ-সভাপতি মোঃ আলী আকবর, সাংগঠনকি সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক ফারুক আহম্মদে, ইউনয়িন যুবদলরে সভাপতি মোঃ মন্জুরুল ইসলাম, সদর উপজলো মৎস্যজীবী দলের সাধারন সম্পাদক মোঃ জয়নাল আবদেীন।সঞ্চালনায় ছিলেন মষ্টো ইউনয়িন ছাত্রদলের সাধারন সম্পাদক মোঃ রাশি আহম্মদে। সম্মলেনে মষ্টো ইউনয়িন বিএনপির সহ সকল অঙ্গ-সংগঠনরে নেতাকর্মীরা অংশ নেয়।
সম্মেলনে ১ ও ৩নং ওর্য়াড ছাত্রদলরে কমটিি গঠন করা হয়।