বদলি কর্মস্থলে যোগ না দিলে স্ট্যান্ড রিলিজ হবেন উপসচিব আমিনুল

সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে বদলি করা হলেও এখনো সেখানে যোগদান করেননি বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. আমিনুল ইসলাম

বদলি কর্মস্থলে যোগ না দিলে স্ট্যান্ড রিলিজ হবেন উপসচিব আমিনুল

প্রথম নিউজ, ঢাকা : সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে বদলি করা হলেও এখনো সেখানে যোগদান করেননি বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. আমিনুল ইসলাম। নতুন কর্মস্থলে যোগদান না করলে আগামী ১৬ মে তাকে স্ট্যান্ড রিলিজ করা হবে। 

মঙ্গলবার (৯ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


এতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০-০৬-২০২২ তারিখের প্রজ্ঞাপনের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. আমিনুল ইসলামকে সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হিসাবে বদলি করা হয়। বর্ণিত কর্মকর্তা অদ্যাবধি বদলি করা কর্মস্থলে যোগদান না করায় তিনি আগামী ১৬ মে তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হয়ে বদলি করা কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় আগামী ১৬ মে অপরাহ্ণে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও এতে জানানো হয়৷