জামালপুরে বিএনপির ৪৪ নেতাকর্মী গ্রেফতার
গতকাল বৃহস্পতিবার রাতে জামালপুর শহর, সরিষাবাড়ী, বকশিগঞ্জ, মেলান্দহসহ জেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে।
প্রথম নিউজ, জামালপুরঃ জামালপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপির ৪৪জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে জামালপুর শহর, সরিষাবাড়ী, বকশিগঞ্জ, মেলান্দহসহ জেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মাইন উদ্দিন বাবুল, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম রফিক, জেলা কৃষক দলের সাধারন সম্পাদক মাজেদুল ইসলাম সাত্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসমবায় বিষয়ক সম্পাদক ফারুক হোসেন, জেলা শ্রমিকদলের সদস্য মনোয়ার হাসেন, রানাগাছা ৯নং ওয়ার্ডের সভাপতি সরোয়ার আলম, ইসলামপুর উপজেলার শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক মনির খান লোহানীসহ দুইজন নেতাকর্মী, মেলান্দহ উপজেলা বিএনপির চারজন নেতাকর্মী এবং বকশিগঞ্জ উপজেলায় নয়জন বিএনপির নেতাকমীকে গ্রেফতার করেছে পুলিশ।
বিএনপির ময়মনসিংহ বিভাগের সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, পুলিশ বিনা ওয়ারেন্টে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করে আগামীকাল রবিবারের বিএনপির সমাবেশ বানচাল করার চেস্টা করছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে গ্রেফতারকৃতদের মুক্তি দাবি করেন।
জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, নাশকতার পরিকল্পনার সময় জেলার বিভিন্নস্থানে পুলিশ অভিযান চালিয়ে বিএনপির ৪৪জন বিএনপির নেতাকর্মী গ্রেফতার করেছে। তাদের বিরুদ্বে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে সোর্পদ করা হবে।