জামালপুরে অবরোধের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল
প্রথম নিউজ, জামালপুর : জামালপুরে বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধের প্রথম দিন চলছে। অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি, অবরোধের বিরুদ্ধে মানববন্ধন করেছে জেলা মহিলা আওয়ামী লীগ।
আজ বুধবার ৮ অক্টোবর সকালে অবরোধের সমর্থনে পৃথক দুটি বিক্ষোভ মিছিল করে জেলা বিএনপি ও জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। শহরের ফিসারিজ মোড় থেকে ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়ে বিসিকের সামনে বাইপাস মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবরোধ সফল করতে সবার প্রতি আহবান জানিয়ে বক্তব্য রাখেন অ্যাডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন। তাছাড়া জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান সুমিলের নেতৃত্বে অবরোধের পক্ষে অপর আরেকটি বিক্ষোভ মিছিল কাচারীপাড়া থেকে বের হয়ে ফিশারিজ মোড়ে গিয়ে শেষ হয়।
অবরোধের কারণে জেলার সকল দুর পাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে, তবে স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল। অবরোধের সমর্থনে বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ করলেও কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে, বিএনপি-জামায়াতের নৃশংস বর্বরতার বিরুদ্ধে মানববন্ধন করেছে জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগ। আজ দুপুরে শহরের বকুলতলা মোড়ে আয়োজিত মানববন্ধনে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমান আরা হেনা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমীন লিটাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।