জিম্মিদের শনিবারের মধ্যে মুক্তি না দিলে ফের যুদ্ধের হুমকি নেতানিয়াহুর
![জিম্মিদের শনিবারের মধ্যে মুক্তি না দিলে ফের যুদ্ধের হুমকি নেতানিয়াহুর](https://prothom.news/uploads/images/2025/02/image_750x_67ac127a7b78f.jpg)
প্রথম নিউজ, অনলাইন: জিম্মিদের শনিবারের মধ্যে মুক্তি না দিলে ফের যুদ্ধ শুরুর হুমকি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার চার ঘণ্টার বৈঠকের পর নেতানিয়াহু একটি ভিডিও বিবৃতিতে এ কথা বলেন। খবর টাইমস অব ইসরায়েলের।
এর আগে গত সোমবার একই কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেছিলেন, শনিবারের মধ্যে হামাসের কাছে থাকা সব জিম্মির মুক্তি না দিলে সেদিনই যুদ্ধবিরতি শেষ হওয়া উচিত।
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের জিম্মিদের মুক্তি ‘অনির্দিষ্টকালের’ জন্য স্থগিতের ঘোষণা দেওয়ার পর ট্রাম্প এমন মন্তব্য করেছিলেন।
হামাসের এ সিদ্ধান্তকে ভয়ানক হিসাবে আখ্যা দিয়ে ট্রাম্প জানিয়েছিলেন, যুদ্ধবিরতি নিয়ে কী হবে তার সিদ্ধান্ত তিনি ইসরায়েলের হাতে ছেড়ে দিতে চান। ট্রাম্প বলেন, যদি শনিবার ১২টার মধ্যে সব জিম্মিকে ফেরত না দেওয়া হয় তা হলে আমি বলব এটি (যুদ্ধবিরতি) বাতিল করুন।
ট্রাম্পের এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে নেতানিয়াহু গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে সতর্ক করে বলেন, যদি ফিলিস্তিনি দল শনিবার দুপুরের মধ্যে আমাদের জিম্মিদের ফিরিয়ে না দেয়, তাহলে গাজায় যুদ্ধবিরতি বাতিল করা হবে এবং তীব্র লড়াই আবার শুরু হবে।
নেতানিয়াহু জানান, তিনি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আরো জিম্মিদের মুক্তি স্থগিত রাখা নিয়ে হামাসের ঘোষণার প্রতিক্রিয়ায় ইসরায়েলি বাহিনীকে গাজার ভেতরে এবং আশেপাশে জড়ো হওয়ার নির্দেশ দিয়েছেন।
ইসরায়েলি প্রধানমন্ত্রী অবশ্য স্পষ্ট করেননি, তিনি বাকি ৭৬ জন জিম্মির মুক্তি দাবি করছেন, নাকি এই শনিবার মুক্তি পাওয়ার কথা ছিল তাদের মুক্তি দাবি করেন। তবে একজন মন্ত্রী বলেছেন, তিনি সকলের কথা বলছেন।