জামিন পেলেন সাংবাদিক ফজলে এলাহী

আজ বুধবার দুপুরে রাঙ্গামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা বেগম মুক্তার আদালতে তোলা হলে বিজ্ঞ আদালত আসামির জামিন মঞ্জুর করেছেন।

জামিন পেলেন সাংবাদিক ফজলে এলাহী

প্রথম নিউজ, রাঙ্গামাটি: দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক এবং কালেরকণ্ঠ- এনটিভির রাঙ্গামাটি প্রতিনিধি সাংবাদিক ফজলে এলাহীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার দুপুরে রাঙ্গামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা বেগম মুক্তার আদালতে তোলা হলে বিজ্ঞ আদালত আসামির জামিন মঞ্জুর করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোখতার আহমেদ। তিনি জানান, আসামির বিরুদ্ধে যে ধারায় অভিযোগ আনা হয়েছে সেটি জামিন যোগ্য। বিজ্ঞ আদালতে আমরা জামিন আবেদন করেছি। আদালত ১ হাজার টাকা বন্ডে আমার জিন্মায় সাংবাদিক ফজলে এলাহীর জামিন মুঞ্জর করেছেন। আমরা সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। বুধবার সকালে আদালতে তোলা হয়। থানা সূত্রে জানা গেছে, ফজলে এলাহীর বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করা হয়। সাবেক নারী সংরক্ষিত সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর মেয়ে নাজনীন আনোয়ার এ মামলা দায়ের করে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom