জমি নিয়ে বিরোধে অগ্নিদগ্ধ আরও এক যুবকের মৃত্যু
কুষ্টিয়ার দৌলতপুরে রাস্তার জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে অগ্নিদগ্ধ ফারুক মণ্ডল (২৫) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে
কুষ্টিয়ার দৌলতপুরে রাস্তার জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে অগ্নিদগ্ধ ফারুক মণ্ডল (২৫) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল পৌনে ৮টায় ঢাকা হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। নিহত ফারুক মণ্ডল চিলমারী গ্রামের মৃত দিনু মণ্ডলের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল কুষ্টিয়ার দৌলতপুরে রাস্তার জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২৫ জন আহত ও অগ্নিদগ্ধ হয়েছিল।
দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান বলেন, ফারুক মণ্ডল ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মারা যান।
এর আগে রোববার দুপুরে নবির মণ্ডলের ছেলে দিনু মণ্ডল (৭০) এবং একই এলাকার তোফাজ্জেল মণ্ডলের ছেলে আকতার মণ্ডল (৩৫) চিকিৎসাধীন ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মারা গেছেন। এ নিয়ে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা তিনে দাঁড়াল।