জন্মদিনে সাত কোটির ফ্ল্যাটে ধরা দিলেন জ্যাকলিন!
মুম্বাইয়ের জুহু এলাকায় প্রিয়াঙ্কা চোপড়ার ৭ কোটি টাকা মূল্যের বিলাসবহুল ফ্ল্যাটের মালিক এখন জ্যাকলিন ফার্নান্ডেজ
প্রথম নিউজ, ডেস্ক : মুম্বাইয়ের জুহু এলাকায় প্রিয়াঙ্কা চোপড়ার ৭ কোটি টাকা মূল্যের বিলাসবহুল ফ্ল্যাটের মালিক এখন জ্যাকলিন ফার্নান্ডেজ। সংসার পাতার আগে এখানেই থাকতেন প্রিয়াঙ্কা। গত বছর থেকে ফ্ল্যাটের মালিকানা হয়েছে জ্যাকলিনের।
পাঁচটি বেডরুম। বিশাল বারান্দা। পাথরের পিলারে সাজানো বিলাসবহুল ডাইনিং। অপরূপ তার অন্দরসজ্জাও। ১১ আগস্ট নিজের ৩৭তম জন্মদিনে বিলাসবহুল ফ্ল্যাটে আয়েস করছিলেন জ্যাকলিন। ধরা দিলেন বিভিন্ন মুহূর্তে।
আর সেই ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিও করে দেখিয়েছেন আধুনিক আবাসনের সাদা দেয়াল এবং প্যানেলযুক্ত সিলিং। তার সঙ্গে মানানসই ধূসর পালঙ্ক। ঘরভর্তি সবুজ গাছপালা। সেই সঙ্গে ফ্লোর ল্যাম্প। বিশাল টেডি বেয়ার। আছে রং মিলিয়ে কুশন এবং টেবিলজোড়া বইয়ের স্তূপ।
এর আগে সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়ানোর পর থেকে জ্যাকলিনের প্রতি বিরূপ হয়েছেন অনেকেই। তবে এ নিয়ে কিছু দিন আগে দুঃখপ্রকাশ করেছেন অভিনেত্রী। অনেকদিন পর আবার মন ভাল করা সময় কাটাতে দেখা গেল এ লাস্যময়ী অভিনেত্রীকে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews