ছাত্রলীগের এমন আচরণ মানবাধিকার লঙ্ঘন: রিজভী

নজিরবিহীন হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রদল ও আইনজীবীদের ওপর গুলিবর্ষণও করেছে তারা

ছাত্রলীগের এমন আচরণ মানবাধিকার লঙ্ঘন: রিজভী
ছাত্রলীগের এমন আচরণ মানবাধিকার লঙ্ঘন: রিজভী

প্রথম নিউজ, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশে ছাত্রলীগের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ছাত্রদলের নেতাকর্মীরা এমন মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নজিরবিহীন হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রদল ও আইনজীবীদের ওপর গুলিবর্ষণও করেছে তারা। ছাত্রলীগের এ ধরনের আচরণ মানবাধিকার লঙ্ঘন। আজ বৃহস্পতিবার (২৬ মে) নয়া পল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ছাত্রলীগের হাতে ছাত্রদলের নারী কর্মীরাও রক্ষা পায়নি। গত ১৩ বছরে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে দেড়শ ছাত্রকে হত্যা করেছে ছাত্রলীগ। জনরোষ থেকে বাঁচতে পুলিশের পাশাপাশি ছাত্রলীগের হাতে অস্ত্র তুলে দিয়েছেন শেখ হাসিনা। আহত ছাত্রদল কর্মীরা যেসব হাসপাতালে চিকিৎসাধীন আছেন, সেখানে অস্ত্রহাতে ছাত্রলীগ মহড়া দিচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী।

প্রসঙ্গত, ছাত্রদলকে ঠেকাতে আজ সকাল থেকেই কার্জন হল ও দোয়েল চত্বর এলাকায় অবস্থান নেয় ছাত্রলীগের শত শত নেতাকর্মী। এ সময় হাইকোর্ট এলাকা দিয়ে কিছু ছাত্রদল নেতাকর্মী ক্যাম্পাসের দিকে এগুতে থাকলে ধাওয়া দেয় ছাত্রলীগ। এ সময় হাইকোর্ট মাজার মসজিদের সামনে ছাত্রদলের একজন কর্মীকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom