ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপর হামলা

ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপর হামলা
ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপর হামলা, প্রতিকী ছবি।

প্রথম নিউজ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকাল সোয়া ৪টার দিকে কৃষ্ণপুরা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের গাড়িতে ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। তিনি জানান, ‘নারায়ণগঞ্জ আড়াইহাজার কৃষ্ণপুরা আওয়ামী লীগের অফিসের কাছাকাছি এই হামলার ঘটনা ঘটে।’ ‘ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এই হামলা চালান’ বলে অভিযোগ করেন তিনি। 

আবুল কালাম আজাদ বলেন, ‘গাড়ির চালকসহ পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ সময় তাদের গাড়িটি ভাঙচুর করা হয়।’গাড়িটি আটকে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গুলিতে নিহত ছাত্রদল নেতা নয়নের পরিবারের খোঁজখবর নিয়ে ঢাকায় ফেরার পথে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন সংগঠনটির।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom