ছোট মেয়েকে ডাক্তার দেখিয়ে ফিরে বড় মেয়ের লাশ পেলেন বাবা-মা

রোববার (১৬ জুলাই) রাতে বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রামদী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ছোট মেয়েকে ডাক্তার দেখিয়ে ফিরে বড় মেয়ের লাশ পেলেন বাবা-মা

প্রথম নিউজ, নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজ কক্ষ থেকে তাসফিয়া ইসলাম খুসবু (১৭) নামের এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ জুলাই) রাতে বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রামদী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাসফিয়া ইসলাম ওই গ্রামের আজাদ পাটোয়ারীর মেয়ে। সে বসুরহাট সরকারি মুজিব কলেজের প্রথমবর্ষের ছাত্রী ছিল।

পরিবারের লোকজন জানান, খুসবুর বাবা-মা তার ছোট বোনকে নিয়ে চিকিৎসকের কাছে যান। এসময় সে সবার অজান্তে নিজের কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরিবারের দাবি, পড়ালেখায় মনোযোগী হতে বলায় সে আত্মহত্যা করেছে।

সোমবার (১৭ জুলাই) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে  বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।