ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত
সোমবার (৫ জুন) সকালের দিকে ছাগলনাইয়ার কালাপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে
প্রথম নিউজ, ফেনী : ফেনীর ছাগলনাইয়া উপজেলার আঞ্চলিক সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মজনু মজুমদার (৩৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন।
সোমবার (৫ জুন) সকালের দিকে ছাগলনাইয়ার কালাপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত শিক্ষকের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির শান্তিরহাট উত্তর জুজখোলা (মহানগর) এলাকায়। তিনি ফেনী কম্পিউটার ইনস্টিটিউটে কর্মরত ছিলেন।
স্থানীয়দের সূত্রে জানা যায়, ফেনী-ছাগলানাইয়া সড়কে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশাটি চলন্ত মোটরসাইকেলকে ধাক্কা দিলে আরোহী রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. সোয়াইব ইমতিয়াজ ঢাকা পোস্টকে জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।