চুয়াডাঙ্গায় ফের তীব্র তাপদাহ, তাপমাত্রা ৪১ ডিগ্রি
গত মাসে চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪২ ডিগ্রি পার হয়েছিল
প্রথম নিউজ, চুয়াডাঙ্গা : গত মাসে চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪২ ডিগ্রি পার হয়েছিল। মাঝে কদিন তাপমাত্রা কমলেও জেলায় ওপর দিয়ে ফের তীব্র তাপদাহ শুরু হয়েছে। সোমবার (৮ মে) বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক জামিনুর হক।
এর আগে গত ১৯ ও ২০ এপ্রিল চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেকর্ড করা হয়। যা জেলায় চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।
বেসরকারি চাকরিজীবী আইনুল হক ঢাকা পোস্টকে বলেন, গত মাসে রমজানে তীব্র তাপমাত্রায় জনজীবন অস্থির হয়ে পড়েছিল। মাঝে কয়েকদিন তাপমাত্রা কম হলেও আবার গরমের তীব্রতা শুরু হয়েছে। রোদের তাপে বাইরে বের হওয়া যাচ্ছে না।
রিকশাচালক আইনাল হক ঢাকা পোস্টকে বলেন, বেশ কিছু দিন গরম কম ছিল। দুদিন ধরে গরমের তীব্রতা বাড়ছে। এভাবে তাপমাত্রা বাড়তে থাকলে রিকশা চালানো মুশকিল হয়ে যাবে। গরম বাড়লে লোকজন বাইরে থাকে না বেশি।
চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক জামিনুর হক বলেন, চুয়াডাঙ্গার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি দেশের সর্বোচ্চ তাপমাত্রা কিনা সন্ধ্যা ৬টার পর জানা যাবে। তাপমাত্রা আরও বাড়বে বলে জানান তিনি।