চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়েছেন বাংলাদেশের সন্তান পণ্ডিত সুদর্শন দাশ
চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন সুদর্শন।
প্রথম নিউজ, ডেস্ক : যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশের সন্তান পণ্ডিত সুদর্শন দাশ বাদ্যযন্ত্র বাজিয়ে ইতিমধ্যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়েছেন। তার প্রথম রেকর্ড ‘লংগেস্ট তবলা ম্যারাথন’-এ বাজিয়েছিলেন টানা ৫৫৭ ঘন্টা ১১ মিনিট। আর, দ্বিতীয় রেকর্ড ‘লংগেস্ট ঢোল ম্যারাথন’ করতে বাজান টানা ২৭ ঘন্টা, তৃতীয় রেকর্ড ‘লংগেস্ট ইনডিভিজুয়্যাল ড্রামরোল’ এর জন্য বাজান টানা ১৪ ঘন্টা। সর্বশেষ ২০১৯ সালে একটানা ১৪০ ঘণ্টা ৫ মিনিট ড্রাম সেট বাজিয়ে চতুর্থ গিনেস ওয়ার্ল্ড বুক রেকর্ডের অধিকারী হন তিনি। টানা ১৪ ঘণ্টা ড্রাম রোল বাজানোর বর্তমান রেকর্ডটি নিজের দখলে থাকলেও নিজের রেকর্ড নিজেই ভাঙার চ্যালেঞ্জ নিয়েছিলেন সুদর্শন। এবার সে পরীক্ষায় উত্তীর্ণ হলেন তিনি। টানা ১৬ ঘণ্টা ৪০ মিনিট বাজিয়ে দীর্ঘ সময় ড্রাম রোল বাজানোর নতুন রেকর্ড গড়ার চ্যালেঞ্জ সফলভাবে সম্পূর্ণ করেছেন তিনি। যুক্তরাজ্যের স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সাতটায় বাজানো শুরু করে বিরতিহীনভাবে তিনি বাজান পরদিন সকাল ১১টা ৪০ মিনিট পর্যন্ত। চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন সুদর্শন।
এর আগে তিনি বলেছিলেন, "চ্যালেঞ্জ না নিলে কি করে বুঝবো আমি কি করতে সক্ষম, কি নই? ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তো পুরো বিশ্বকে চ্যালেঞ্জ জানাবার একটা প্ল্যাটফর্ম। একজন বাংলাদেশী হিসেবে আমি বিশ্বকে দেখাতে ও বোঝাতে চাই আমরাও চ্যালেঞ্জে জয়ী হতে পারি।" এবার চ্যালেঞ্জ নেয়া বিষয়ে তিনি বলেন, আমাদের (বাংলাদেশের) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে গিনেস কর্তৃপক্ষই আমাকে নতুন রেকর্ড গড়ার মনোনয়ন দেয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: