চিরকুট লিখে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা!
রংপুরের কাউনিয়ায় চিরকুট লিখে গলায় ওড়না পেঁচিয়ে সুরমা খাতুন (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন
প্রথম নিউজ, রংপুর : রংপুরের কাউনিয়ায় চিরকুট লিখে গলায় ওড়না পেঁচিয়ে সুরমা খাতুন (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন।
ঘটনাটি ঘটেছে রবিবার রাতে উপজেলার হারাগাছ ইউনিয়নের সোনাতন চিলমারী টারী গ্রামে।
পরিবার ও থানাসূত্রে জানা গেছে, উপজেলার হারাগাছ ইউনিয়নের সোনাতন চিলমারী টারী গ্রামের মো. শহিদুল ইসলামের মেয়ে এইচএসসি পরীক্ষার্থী সুরমা খাতুন (১৮) রোববার রাতে কোনো একসময়ে নিজ ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
সোমবার সকালে সুরমার মা দোলেনা খাতুন মেয়েকে দরজার সামনে গিয়ে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে চিৎকার শুরু করেন। পরে পরিবারের লোকজন দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তার লাশ তীরের সঙ্গে ঝুলতে দেখেন। পরে তার লাশ নিচে নামানো হয়।
আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে তার লাশের পাশে একটি চিরকুটে লেখা ছিল তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, তিনি ওই চিরকুটে সবার কাছে দোয়া কামনাও করেছেন।
সুরমা স্থানীয় মিরবাগ ডিগ্রি কলেজ থেকে ২০২২ সালে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। আগামী ৭-৯ ফেব্রুয়ারি এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার কথা আছে। কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: