চ্যাম্পিয়নস লিগের শেষ আটে কে কার মুখোমুখি

প্রথম নিউজ, অনলাইন: বাকি আট দলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের সেরা আট দলের লড়াই থেকে বাদ পড়েছে লিভারপুল, অ্যাতলেতিকো, লেভারকুসেনের মতো দলগুলো। টুর্নামেন্টের অন্যতম ফেবারিট মনে করা লিভারপুল ছাড়া বাকি সাত দল অপেক্ষাকৃত দুর্বল হিসেবে বাদ পড়েছে।
তবে অপেক্ষাকৃত বড় দল গুলোই উঠেছে কোয়ার্টারে। কোয়ার্টারে পাওয়া যাচ্ছে দারুণ লড়াইয়ের উত্তাপ।
শেষ আটে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও আর্সেনাল। বার্সেলোনার প্রতিপক্ষ বরুসিয়া ডর্টমুন্ড।
দুটি লড়াইয়ে চোখ থাকবে সবার। শেষ আটের প্রথম লেগের লড়াই মাঠে গড়াবে ৮ ও ৯ এপ্রিল দিবাগত রাত ১টায়। আর দ্বিতীয় লেগে দলগুলো মাঠে নামবে ১৫ ও ১৬ এপ্রিল একই সময়ে।