চবিতে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা, সড়ক অবরোধ

বৃহস্পতিবার ক্যাম্পাস থেকে শাটলে করে বিকাল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম বটতলী স্টেশনে পৌঁছে শিক্ষার্থীরা অবস্থান নেন।

চবিতে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা, সড়ক অবরোধ

প্রথম নিউজ, অনলাইন: সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটাপদ্ধতি সংস্কার করার এক দফা দাবিতে আন্দোলনে নেমেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ও অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা। বাংলা ব্লকেড কর্মসূচি পালন করতে সড়ক ও রেলপথ অবরোধ করতে গেলে পুলিশি বাঁধার শিকার হয় আন্দোলনকারীরা। এ সময় নারী শিক্ষার্থীদের উপরও লাঠিচার্জ করে পুলিশ। পরে ছত্রভঙ্গ হয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেইটে এসে সড়ক অবরোধ করে আন্দোলন করছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার ক্যাম্পাস থেকে শাটলে করে বিকাল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম বটতলী স্টেশনে পৌঁছে শিক্ষার্থীরা অবস্থান নেন। এরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের টাইগারপাস এলাকায় গেলে পুলিশি বাঁধার সম্মুখীন হন। তবে আন্দোলন থেকে নড়বে না বলে জানালে পুলিশ তাদের ওপর চড়াও হয়। এ সময় কয়েকজন শিক্ষার্থী আহত হন। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি। এরপর শিক্ষার্থীরা ‘আমার ভাই/বোন আহত কেনো? জবাব চাই, জবাব চাই’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘বিপ্লব, বিপ্লব’-সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীদের দাবি, তারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে। তাদের এক দফা দাবি পূরণ না হলে আন্দোলন থেকে নড়বে না। পুলিশ প্রয়োজনে বুকে গুলি চালাক। তারা এই বৈষম্যমূলক অবস্থা নিয়েই মারা যাবে।