চবিতে যৌন নির্যাতন: হাটহাজারি কলেজের ২ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন– চট্টগ্রামের হাটহাজারি সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের নূর হোসেন শাওন এবং একই কলেজের স্নাতক পাস কোর্সের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের মোহাম্মদ আবদুল মান্নান।

চবিতে যৌন নির্যাতন: হাটহাজারি কলেজের ২ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল
শুক্রবার নূর হোসেন শাওন ও মোহাম্মদ আবদুল মান্নানসহ চার জনকে আটক করা হয়

প্রথম নিউজ, গাজীপুর: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে এক ছাত্রীকে যৌন নির্যাতন ও হেনস্তা করার অভিযোগে হাটহাজারি সরকারি কলেজের দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সোমবার (২৫ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমানের সভাপতিত্বে এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক আতাউর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন– চট্টগ্রামের হাটহাজারি সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের নূর হোসেন শাওন এবং একই কলেজের স্নাতক পাস কোর্সের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের মোহাম্মদ আবদুল মান্নান। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক জানান, সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ওই দুই শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করা হয়। তাদের ছাত্রত্ব স্থায়ীভাবে কেন বাতিল করা হবে না, জানতে চেয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। ওই নোটিশের জবাব ১০ দিনের মধ্যে দেওয়ার জন্য সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। এ ছাড়া ঘটনাটি সরেজমিন তদন্ত করে দেখার জন্য কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

তিনি আরও জানান, সিন্ডিকেট সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত ১৭ জুলাই দিবাগত রাতে এক ছাত্রীকে হেনস্তা এবং যৌন নির্যাতনের ঘটনাকে ন্যক্কারজনক বলে উল্লেখ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা চর্চা এবং মূল্যবোধের অবক্ষয় রোধে কাউন্সেলিং করানোর বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয় ওই সভায়।

প্রসঙ্গত, গত ১৭ জুলাই রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্ধুর সঙ্গে হলে ফেরার পথে এক ছাত্রীকে যৌন নির্যাতন করে কয়েকজন। তাকে ধর্ষণের চেষ্টাও করা হয় বলে অভিযোগ ওঠে। সে সময় তার সঙ্গে থাকা বন্ধুকে মারধর করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom