চুপি চুপি আংটিবদল পরিণীতির

বলিউডে ফের বিয়ের সানাইয়ের সুর

চুপি চুপি আংটিবদল পরিণীতির

প্রথম নিউজ, ডেস্ক : বলিউডে ফের বিয়ের সানাইয়ের সুর। অনেক জল্পনা-কল্পনার পর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। অক্টোবর -নভেম্বরে আম আদমি পার্টির নেতা রাঘব চড্ডার সঙ্গে চারহাত এক হতে চলেছে তার।

দুই তারকার প্রেমের চর্চা চলছে কয়েক মাস ধরেই। তখন থেকেই কানাঘুষো, খুব শীঘ্রই গাঁটছড়া বাঁধতে চলেছেন দুই তারকা। কয়েক মাস আগে পরিণীতির হাতের আয্গুলে আংটি দেখা গেছে।

মুম্বাইয়ের একটি হোটেলে সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়েন রাঘব ও পরিণীতি। সেই থেকে শুরু দুইজনের প্রেমের জল্পনা। তারপর থেকে একাধিকবার এক ফ্রেমে ধরা দিয়েছেন তারা।

কখনও পরিণীতিকে দিল্লি বিমানবন্দর থেকে নিতে এসেছেন আম আদমি নেতা। কখনও আবার একই বিমানে রাজধানী থেকে একসঙ্গে মুম্বাইয়ে ফিরেছেন তারা। 

সূত্রের খবর, চলতি মাসেই দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ব্যক্তিগত পরিসরে বাগদান সেরে ফেলেছেন রাঘব ও পরিণীতি।

রাঘব চড্ডার পড়াশোনা ইংল্যান্ডের লন্ডন স্কুলে অর্থনীতিতে। পরিণীতিও ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার বিজনেস স্কুলের ছাত্রী। বিদেশের মাটিতেই বন্ধুত্বের সূত্রপাত রাঘব ও পরিণীতির। দীর্ঘদিনের বন্ধুত্ব থেকেই প্রেমের সূত্রপাত।