চীনের যে প্রদেশের ৯০ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত 

চীনের হেনান প্রদেশের প্রায় ৯০ শতাংশ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে

চীনের যে প্রদেশের ৯০ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত 
চীনের যে প্রদেশের ৯০ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত 

প্রথম নিউজ, ডেস্ক : চীনের হেনান প্রদেশের প্রায় ৯০ শতাংশ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটির এক শীর্ষ কর্মকর্তা সোমবার এ তথ্য জানিয়েছেন। খবর এএফপির। 

চীনে সবচেয়ে জনবহুল প্রদেশের তালিকায় তৃতীয় স্থানে হেনানের অবস্থান। হেনান প্রদেশের স্বাস্থ্য কমিশনের পরিচালক কান কোয়াচেং এক সংবাদ সম্মেলনে বলেন, '২০২৩ সালের ৬ জানুয়ারি পর্যন্ত এ প্রদেশের ৮৯ শতাংশ মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে।'

চীনের সরকারি তথ্যানুযায়ী, হেনান প্রদেশের মোট জনসংখ্যা ৯ কোটি ৯৪ লাখ। ৮৯ শতাংশ মানুষের সংক্রমিত হওয়ার অর্থ হচ্ছে— এই প্রদেশের প্রায় ৮ কোটি ৮৫ লাখ মানুষের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়ে থাকতে পারে।

জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া মানুষের সংখ্যা ১৯ ডিসেম্বর সবচেয়ে বেশি ছিল জানিয়ে কান কোয়াচেং বলেন, 'এর পর থেকে এই সংখ্যা ক্রমেই কমছে।'

করোনাভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে চীনে দীর্ঘদিন ধরে বিভিন্ন অঞ্চলে লকডাউন কার্যকর ছিল। এর পাশাপাশি কোভিড আক্রান্তদের কোয়ারেন্টিন এবং করোনা শনাক্তে গণপরীক্ষার ব্যবস্থা ছিল। তবে বিক্ষোভের মুখে গত মাসে এসব কড়াকড়ি তুলে নেয় চীন সরকার। এর পর থেকে দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom