চন্দনাইশে দুপক্ষের মারামারিতে কলেজছাত্র নিহত
দক্ষিণ জোয়ারা জিহস ফকির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন।
প্রথম নিউজ, ঢাকা: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দক্ষিণ জোয়ারা এলাকায় পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের মারামারিতে জাহেদুল ইসলাম (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই জন।
বুধবার (১৮ মে) রাতে দক্ষিণ জোয়ারা জিহস ফকির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন। নিহত জাহেদুল ইসলাম চন্দনাইশ পৌরসভার চৌধুরী পাড়া জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, পূর্ব বিরোধের জের ধরে বুধবার রাতে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জাহিদুলসহ তিনজন আহত হন। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়। চমেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক জাহিদুলকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews