চট্টগ্রামকে ১১৮ রানে আটকে দিলো ঢাকা
নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। আর শেষটা রাঙানোর মিশনে ঢাকার বোলিংয়ে বিপর্যস্ত চট্টগ্রাম।
প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং ঢাকা ডমিনেটর্সের কোনো দলই প্লে-অফের টিকিট পায়নি। নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। আর শেষটা রাঙানোর মিশনে ঢাকার বোলিংয়ে বিপর্যস্ত চট্টগ্রাম। আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ১১৯ রান টার্গেট দিয়েছে চ্যালেঞ্জাররা। আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১১৮ রান তুলতে সমর্থ্য হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
ঢাকা ডমিনেটর্সের আরাফাত সানির ঘূর্ণিতেই কুপোকাত হয় চট্টগ্রামের ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা চট্টগ্রামের ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রান জিয়াউর রহমানের। ছয়ে নেমে ২০ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৪* রান করেন তিনি। ত্রিশের ঘর ছুঁয়েছেন উসমান খানও। ২৯ বলে ৪ চারে ৩০ রান করেন তিনি। বাকিদের কেউই স্পর্শ করতে পারেননি দুই অঙ্কের কোঠা।
৪ ওভারে ২২ রান দিয়ে ৪ উইকেট নেন ঢাকা ডমিনেটর্সের আরাফাত সানি। একটি করে উইকেট পান আল আমিন হোসেন ও আমির হামজা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: