চট্টগ্রামে ভবনের ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু

 চট্টগ্রামে ভবনের ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু

প্রথম নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের খুলশী আবাসিক এলাকায় একটি ভবনের ছাদ থেকে পড়ে জাহরাহ (২৪) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। তিনি শিল্পগ্রুপ বিএসআরএম’র ফিন্যান্স ডিরেক্টর জোহায়েরের কন্যা।

বুধবার (৩ জুলাই) দিবাগত রাত ১টার দিকে খুলশী আবাসিক এলাকার ৬ নম্বর রোডের সানমার পার্ক ‘অ্যাভিনিউ ভবনে’ এ দুর্ঘটনা ঘটে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ছয়তলা একটি ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। নিহতের পরিবার জানিয়েছে তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন।’

বিএসআরএম’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তপন সেন গুপ্ত জানান, জাহরাহ দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। বুধবার রাতে অস্থির হয়ে ভবনের ছাদে পায়চারি করতে গেলে অসাবধানতাবশত পড়ে যান। পরে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।