চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: অতি বৃষ্টিতে বন্ধ শাটল, স্থগিত ক্লাস-পরীক্ষা

রোববার (২৭ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার  বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: অতি বৃষ্টিতে বন্ধ শাটল, স্থগিত ক্লাস-পরীক্ষা

প্রথম নিউজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: রাত থেকে টানা বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্নস্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে তলিয়ে গেছে নগরীর ফতেয়াবাদ এলাকায় রেললাইন। এতে করে শহর থেকে কোনো ট্রেন ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসেনি। এ কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রায় সব ডিপার্টমেন্টের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রোববার (২৭ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃষ্টির পানিতে রেললাইন তলিয়ে যাওয়ার কারণে শাটল চলাচল সকাল থেকেই বন্ধ রয়েছে। এখনো যেহেতু বৃষ্টি হচ্ছে বিকেলে শাটল না চলার সম্ভাবনাই বেশি। পানি নেমে গেলে রাতের শিডিউলে ট্রেন চলবে কিনা তা জানা যাবে। শিক্ষার্থীদের অবস্থা বিবেচনা করে অধিকাংশ ডিপার্টমেন্টই ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চারুকলা ও ফিজিক্যাল অ্যাডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগ ছাড়া ২৪টি ডিপার্টমেন্ট তাদের চলমান পরীক্ষা স্থগিত করেছে।