চট্টগ্রামে দেয়াল ধসে পথচারীর মৃত্যু

চট্টগ্রামে দেয়াল ধসে পথচারীর মৃত্যু

 ‍প্রথম নিউজ, চট্টগ্রাম : নগরীর বায়েজিদ এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে এক যুবক মারা গেছেনসোমবার (২৭ মে) সকাল সাড়ে আটটার দিকে বায়েজিদের চন্দ্রনগর কলাবাগান এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সাইফুল ইসলাম হৃদয় (২৬)। তিনি নির্মাণাধীন ভবন পাশ দিয়ে হেটে যাওয়ার সময় ধসে পড়া দেয়ালের চাপা পড়ে। এতেই তার মৃত্যু হয়।
বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, ‘সকাল ৯টার দিকে আমরা খবর পেয়েছি। সাড়ে নয়টার মধ্যে তাকে উদ্ধার করা হয়। নিহত হৃদয় পথচারী ছিলেন। ওই ভবনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দেয়াল ধসে পড়ে তার মৃত্যু হয়। আমরা তার মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করেছি।’