চট্টগ্রামে চোরাই মোবাইলসহ যুবক গ্রেফতার

 চট্টগ্রামে চোরাই মোবাইলসহ যুবক গ্রেফতার

প্রথম নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে পাঁচটি চোরাই মোবাইলসহ মো. হারুনুর রশিদ (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দিবাগত রাতে পুরাতন রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হারুন কুমিল্লা জেলার লাকসাম থানার কান্দিরপাড় ইউনিয়নের মনোহরপুর গ্রামের আবদুল মালেকের ছেলে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল কবীর জাগো নিউজকে বলেন, পুরাতন রেল স্টেশন এলাকা থেকে এক চোরাই মোবাইল বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে বিভিন্ন মডেলের পাঁচটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।