গুরুতর অসুস্থ ম্যাডোনা, হাসপাতালে ভর্তি
এক রাতের জন্য রাখা হয় আইসিইউতেও।
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: গত শনিবার হঠাৎ করেই অজ্ঞান হয়ে পড়েন বিশ্বখ্যাত পপ তারকা ম্যাডোনা। দ্রুত নেয়া হয় নিউ ইয়র্ক সিটি হাসপাতালে । এক রাতের জন্য রাখা হয় আইসিইউতেও। যদিও ম্যাডোনা ধীরে ধীরে সুস্থ হচ্ছেন বলেই জানা গেছে। সামনে গায়িকার একটি সঙ্গীত সফর ছিল। তার প্রস্তুতিই নিচ্ছিলেন তিনি। চলছিল রিহার্সেলও। তার আগেই তিনি এভাবে অসুস্থ হয়ে পড়েন।
ম্যাডোনার দীর্ঘদিনের ম্যানেজার গাই অসিয়ারি জানিয়েছেন, তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। পেজ সিক্সের প্রতিবেদনে বলা হয়, অসিয়ারি বলেছেন-হাসপাতালে এখনো চিকিৎসাধীন ম্যাডোনা। এক ইনস্টাগ্রাম পোস্টে জানানো হয় 'শনিবার, ২৪ জুন ম্যাডোনার একটি গুরুতর ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। এটার কারণে তাকে এক রাত আইসিইউতে কাটাতে হয়েছিল।' ৬৫ বছর বয়সী এই পপতারকার অসুস্থতার কারণে আপাতত আগামী সমস্ত শো ও ইভেন্ট স্থগিত করা হয়েছে।
উল্লেখ, অসুস্থ হওয়ার আগে ২০শে জুন ম্যাডোনা ইন্সটাগ্রামে লিখেছিলেন ' ঝড়ের আগে শান্ত….(The Calm Before The Storm...) '
সঙ্গীত সফরের কথা ভেবেই হয়তো একথা লিখেছিলেন তিনি। কিন্তু সেটা যে অন্যভাবে বাস্তবায়িত হবে কেই বা অনুমান করেছিল।