গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ঢাকা থেকে খুলনাগামী একটি মাছের খালি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা থ্রি হুইলারের সংঘর্ষ হয়।
প্রথম নিউজ, গোপালগঞ্জ: গোপালগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪ জন। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসীর উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বুধবার (২৪ আগস্ট) বিকেলে গোপালগঞ্জ সদরের গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় তিনটি গাড়ির সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। ঢাকা থেকে খুলনাগামী একটি মাছের খালি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা থ্রি হুইলারের সংঘর্ষ হয়। এ সময় একটি মোটরসোইকেলে ধাক্কা লাগলে সেটি রাস্তার পাশের একটি ইজিবাইকের ওপর গিয়ে পড়ে। এতে অজ্ঞাত এক ব্যক্তি (৩৫) ঘটনাস্থলেই মারা যান।
পিকআপচাপায় মোটরসাইকেল আরোহী ফরহাদ শেখ (৩৮) গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে বিকেল চারটার দিকে গোপালগঞ্জ সদরের সোনাকুড় এলাকায় রুবিয়া বেগম (৫৫) নামে এক নারী মোটরসাইকেলের ধাক্কায় নিহত হন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews