গুপ্তধনের লোভে আড়াই মাসের শিশুকে হত্যা!

শিশু আনাস সুরাজপুর মানিকপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড মধ্য সুরাজপুর গ্রামের হোসাইন আলীর ছেলে।

গুপ্তধনের লোভে আড়াই মাসের শিশুকে হত্যা!

প্রথম নিউজ,কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় গুপ্তধনের লোভে আপন বোনের আড়াই মাস বয়সি শিশু আনাসকে হত্যা করে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে খালা আঁখি রহমানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়নের মধ্য সুরাজপুর গ্রামে।

সংশ্লিষ্টরা জানান, সুরাজপুর মাঝের পাড়ি স্টেশন জামে মসজিদের মুসল্লিরা বুধবার ফজরের নামাজের পর মাতামুহুরি নদীতে ভাসমান মৃত শিশুটিকে দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়। শিশু আনাস সুরাজপুর মানিকপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড মধ্য সুরাজপুর গ্রামের হোসাইন আলীর ছেলে।

থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, আড়াই মাসের শিশু বাড়ি থেকে ২০০ গজ দূরে নদীতে পড়ে মারা যাওয়া রহস্যজনক মনে হওয়ায় বাবা, মা ও শিশুটির খালা আঁখি রহমানকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে জিনের বাদশার কথামতো গুপ্তধনের আশায় শিশুটির খালা আঁখি রহমান মুখে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে শিশু আনাসকে হত্যা করে। পরে লাশ নদীতে ফেলে দেয় বলে স্বীকার করে। 

এ ঘটনায় বিএমচর ইউনিয়নের ছৈনাম্মাঘোনা এলাকার সৈয়দ আহমদের মেয়ে আঁখি রহমানকে আসামি করে হত্যা মামলা করা হয়। পরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom