গাংনীতে স্কুলছাত্রীর আত্মহত্যা
আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ওই ইউনিয়নের হাড়িয়াদহ গ্রামে তার নিজ শয়ন কক্ষের বাঁশের আড়া থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রথম নিউজ, মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নে মোছা: রুবিনা খাতুন (১৬) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে তার পরিবার।
আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ওই ইউনিয়নের হাড়িয়াদহ গ্রামে তার নিজ শয়ন কক্ষের বাঁশের আড়া থেকে লাশটি উদ্ধার করা হয়। রুবিনা ওই গ্রামের মো: রবিউল ইসলামের মেয়ে এবং হাড়িয়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার পরিবারের লোকজন তার বিয়ে ঠিক করেছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হয়তো তিনি ওই বিয়েতে রাজি ছিলেন না। এ কারণেই হয়তো এমন ঘটনা ঘটতে পারে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গলায় ফাঁস নিয়ে এক স্কুলছাত্রীর মৃত্যুর খবর শুনতে পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে বলেও জানান ওসি।