গণঅধিকার পরিষদের মিছিলে ধাওয়া
রতাল সমর্থনে ও সরকারবিরোধী স্লোগান দিতে থাকেন। এরপর কয়েক মিনিটের জন্য সড়ক আটকিয়ে রাখেন তারা।
প্রথম নিউজ, ঢাকা: বিএনপি'র ডাকা হরতালকে সমর্থন জানিয়ে ঝটিকা মিছিল বের করে গণঅধিকার পরিষদ। বেলা সাড়ে ১২ টার দিকে রামপুরা ব্রিজ থেকে মিছিল করেন তারা। হরতাল সমর্থনে ও সরকারবিরোধী স্লোগান দিতে থাকেন। এরপর কয়েক মিনিটের জন্য সড়ক আটকিয়ে রাখেন তারা।
এসময় নুরুল হক নুর জানান, বিকালে পল্টনে মিছিল করবেন তারা। সংক্ষিপ্ত ভাষণ শেষে দ্রুত স্থান ত্যাগ করার প্রস্তুতি নেন। এমন সময় কয়েকটি মোটরসাইকেল করে কয়েকজন এসে ধাওয়া দেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের। এসময় তারা সরকার দলীয় স্লোগান দেন।