গাজায় ২০ ট্রাক ত্রাণ পৌঁছাতে পারে শুক্রবার: বাইডেন
প্রথম নিউজ, ডেস্ক : মিসরের সিনাই উপদ্বীপ থেকে মানবিক সহায়তা বহনকারী প্রায় ২০টি ট্রাক গাজায় প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার এই সহায়তা পৌঁছতে পারে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরায়েল সফরের পর এই তথ্য জানিয়েছে হোয়াইট হাউজ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
বাইডেন সাংবাদিকদের বলেন, আমি মিসরের প্রেসিডেন্টের আবদেল ফাতাহ আল-সিসির সঙ্গে কথা বলেছি। রাফাহ স্থল বন্দর পুনরায় চালু করতে রাজি হয়েছেন তিনি।
বাইডেন আরও বলেন, ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করতে হবে। তবে শুক্রবার নাগাদ ওই ত্রাণ পৌঁছানো শুরু হতে পারে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনার পর বাইডেন বলেছেন, রাফাহ স্থল বন্দর দিয়ে প্রয়োজনীয় খাদ্য, পানি ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের জন্য অনুমতি দিয়েছে ইসরায়েল। তবে শর্ত হলো, এই মানবিক সহায়তা হামাস ব্যবহার করতে পারবে না।
বাইডেন বলেন, হামাস যদি এই সহায়তা সরিয়ে নেয় বা চুরি করে, তবে তারা প্রমাণ করবে যে, ফিলিস্তিনি জনগণের কল্যাণের জন্য তাদের কোনও মাথাব্যথা নেই। হামাস এমন কিছু করলে আন্তর্জাতিক সম্প্রদায় সহাযোগিতা সরবরাহ বন্ধ করবে।
তিনি আরও বলেন, ত্রাণের এই চালানই শেষ নয়। আরও ১৫০ ট্রাক অপেক্ষা করছে। হামাস ঝামেলা করলে এগুলো যাবে না।
Google News Logoবাংলা ট্রিবিউনের খবর পেতে গুগল নিউজে ফলো করুন