গাজীপুরে ৩ ইউনিয়ন পরিষদে চলছে ভোটগ্রহণ
গাজীপুরের সদর উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন শুরু হয়েছে।
প্রথম নিউজ, গাজীপুর : গাজীপুরের সদর উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভাওয়াল মির্জাপুর, ভাওয়াল গড় ও পিরুজালী ইউনিয়ন পরিষদের সকল কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।
সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে বিরতিহীনভাবে। তিনটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা হলো ১ লাখ ২ হাজার ৮০৯ জন। তাদের মধ্যে ৫০ হাজার ৮১৬ জন পুরুষ এবং ৫১ হাজার ৯৯৩ জন নারী ভোটার। আর মোট ভোটকেন্দ্র রয়েছে ৪৭টি। এসব কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ চলছে।
জেলা নির্বাচন অফিসার কাজী ইস্তাফিজুল হক আকন্দ জানান, ভাওয়াল মির্জাপুর ইউপিতে ৩০ হাজার ২৮৮ ভোটারের জন্য ১৩টি ভোটকেন্দ্রে ৮৭টি ভোট কক্ষে, ভাওয়াল গড় ইউপিতে ৫৫ হাজার ২৪০ ভোটারের জন্য ২৪টি ভোট কক্ষে এবং পিরুজালী ইউপিতে ১৭ হাজার ২৮১ ভোটারের জন্য ১০টি ভোট কক্ষে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ভাওয়াল মির্জাপুর, ভাওয়াল গড় ও পিরুজালী ইউনিয়ন পরিষদে যথাক্রমে ১৫ হাজার ৮৯ জন পুরুষ, ১৫ হাজার ১৯৯ জন নারী, ২৭ হাজার ৪২৮ জন পুরুষ ও ২৭ হাজার ৮১২ জন নারী এবং ৮ হাজার ২৯৯ জন পুরুষ ও ৮ হাজার ৯৮২ জন নারী ভোটার রয়েছেন। এসব ইউনিয়নের প্রতিটিতে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি। তিনটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা হলো ১ লাখ ২ হাজার ৮০৯ জন। তাদের মধ্যে ৫০ হাজার ৮১৬ জন পুরুষ এবং ৫১ হাজার ৯৯৩ জন নারী।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও গাজীপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মমিন মিয়া জানান, ভাওয়াল মির্জাপুরে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত আসনে ১৪ জন এবং সাধারণ আসনে ৩৭ জন, ভাওয়াল গড় ইউনিয়নে চেয়ারম্যন পদে ৫ জন, সংরক্ষিত আসনে ১২ জন ও সাধারণ আসনে ৪২ জন এবং পিরুজালী ইউপিতে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত আসনে ৯ জন ও সাধারণ আসনে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: