গাজীপুরে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ৩
আজ শুক্রবার (১৫ জুলাই) দুপুরে মহানগরের কোনাবাড়ি ফ্লাইওভারের উপর এ দুর্ঘটনা ঘটে।
প্রথম নিউজ, গাজীপুর: গাজীপুর মহানগরে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আড়াই বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছেন।
জ শুক্রবার (১৫ জুলাই) দুপুরে মহানগরের কোনাবাড়ি ফ্লাইওভারের উপর এ দুর্ঘটনা ঘটে। কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ তথ্য জানিয়েছেন।
নিহতরা হলেন- রাজু (২৭), শামীম (৩০) ও শাহীন (৩০)। আর আহত শিশুটির নাম রাইসা। তারা কোনাবাড়ি কলেজগেইট এলাকার মান্নানের বাড়ির ভাড়াটিয়া।
পুলিশ ও স্থানীয়রা জানান, কোরবানির মাংস দিতে মোটরসাইকেলযোগে কোনাবাড়ি কলেজগেইট থেকে বাইমাইল এলাকায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল শিশুসহ চার আরোহী। মোটরসাইকেলটি কোনাবাড়ি ফ্লাইওভারের মাঝামাঝি জায়গায় পৌঁছালে উল্টো পথে আসা একটি প্রাইভেটকার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ফ্লাইওভার থেকে ছিটকে নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
এ সময় আহত হন রাজু ও আড়াই বছরের শিশু রাইসা। পরে হাসপাতালে নেয়ার পথে রাজুরও মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আড়াই বছরের শিশু রাইসাকে গুরুতর আহত অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews