গাইবান্ধায় ট্রাক-বাস চাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

মঙ্গলবার (৯ জুলাই) বিকেল সোয়া ৬টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজুপুর আঞ্চলিক মহাসড়কের নাসিরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গাইবান্ধায় ট্রাক-বাস চাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

প্রথম নিউজ, গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুলাই) বিকেল সোয়া ৬টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজুপুর আঞ্চলিক মহাসড়কের নাসিরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের আসালত শেখের ছেলে নাহিদ শেখ (৩০) ও জাহিদ শেখ (১৬) এবং একই গ্রামের গুলান শেখের ছেলে শাকিল শেখ (২০।   

পুলিশ ও স্থানীয়রা জানান, দিনাজপুর থেকে একটি ট্রাক গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে একজন নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহাবুব রহমান জানান, ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। হাসপাতালে একজন মারা গেছেন। ট্রাকটি জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।