খাস জমি দখলে দুদকের মামলার আসামি দুই ভাই
প্রথম নিউজ, ঢাকা : প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সরকারি খাস জমি দখল ও দলিল করার অভিযোগে গাজীপুরের দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)
সোমবার (২ অক্টোবর) দুদকের গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক প্রান্তিক সাহা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
আসামিরা হলেন- গাজীপুরের শ্রীপুরের বাসিন্দা মো. আব্দুর রহিম ও জাহাঙ্গীর আলম।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে সরকারি খাস খতিয়ানের জমি জানা সত্ত্বেও প্রতারণার আশ্রয়ে জালিয়াতির মাধ্যমে শ্রীপুর উপজেলাধীন কেওয়া মৌজার মোট ৩২ শতাংশ সরকারি খাস জমি নিজেদের নামে দেখিয়ে এওয়াজ পরিবর্তন দলিল করেছেন। ২০০৩ সালে ঘটে যাওয়া এমন অপকর্ম দুদকের অনুসন্ধান প্রমাণিত হওয়ায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০/৪৬৮/৪৭১/১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।