খুলনা জেলা বিএনপি’র সঙ্গে তাঁতীদলের কেন্দ্রীয় আহবায়ক ও সদস্য সচিবের সাথে মতবিনিময়
প্রথম নিউজ, খুলনা : খুলনা জেলা বিএনপি’র সঙ্গে তাঁতীদলের কেন্দ্রীয় আহবায়ক ও সদস্য সচিবের সাথে মতবিনিময়কালে নেতৃবৃন্দ বলেছেন, রাষ্ট্রপরিচালনায় সীমাহীন ব্যর্থতা, অনিয়ম-দুর্নীতি ও লুটপাটে সিদ্ধহস্ত নিশিরাতের ভোটডাকাত আওয়ামী লীগের বিদায় ঘণ্টা বেজে উঠেছে। আওয়ামী সরকার লাইফসাপোর্টের শেষপর্যায়ে রয়েছে। আওয়ামী লীগ নেতারা দেশ ছেড়ে পালাতে শুরু করেছে, বিমানবন্দর থেকে ধরাও খাচ্ছে কেউ কেউ। এখন প্রয়োজন দুর্বার আন্দোলনের। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে শেখ হাসিনা পতন আন্দোলনের এখনই সময়। পুলিশ প্রশাসনের পাহারার লাইফসার্পোটে নিভুনিভু অবস্থা এ সরকারের। লাইফসাপোর্টের অক্সিজেন মাক্সটি খুলে ফেললেই আওয়ামী সরকারের লজ্জাস্কর পতন হবে ইনশাআল্লাহ। তাই বিএনপি’র আগামীর আন্দোলন-সংগ্রামের জন্য সকল অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ।
আজ শনিবার (২৪ জুন) দুপুরে নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন তাঁতীদলের কেন্দ্রীয় আহবায়ক আবুল কালাম আজাদ। প্রধান বক্তা ছিলেন তাঁতীদলের তাঁতীদলের কেন্দ্রীয় সদস্য সচিব আলহাজ্ব মজিবর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।
জেলার বিএনপি’র যুগ্ম-আহবায়ক আশরাফুল আলম নান্নুর সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল, আব্দুর রকিব মল্লিক, বিএনপি নেতা জাবেদ মল্লিক, রাহাত আলী লাচ্চু, খুলনা মহানগর তাঁতীদলের আহবায়ক শেখ আবু সাঈদ ও বাগেরহাট জেলা তাঁতীদলের সদস্য সচিব মোঃ জিল্লুর রহমান প্রমুখ। শুরুতেই কোরআন তেলওয়াত করেন হাফেজ মোঃ জাহিদুর রহমান।