খাগড়াছড়িতে বিএনপি নেতা গ্রেফতার

 খাগড়াছড়িতে বিএনপি নেতা গ্রেফতার

প্রথম নিউজ, খাগড়াছড়ি : খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলমকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার বাইল্যাছড়ি এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

ওসি বলেন, বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ চলাকালে একাধিক গাড়ি পোড়ানোর মামলায় এজাহারভুক্ত আসামি মো. বদিউল আলমকে গ্রেফতার করা হয়েছে। আজ (বুধবার) তাকে আদালতে হাজির করা হবে।