কেয়ামত নামিয়ে আনার মতো অস্ত্র ইসরাইলের কাছে আছে: ইয়ের কাটজ

কেয়ামত নামিয়ে আনার মতো অস্ত্র ইসরাইলের কাছে আছে: ইয়ের কাটজ

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যের কোনো দেশ যদি ইসরাইলের বিরুদ্ধে ‘ধ্বংসাত্মক’ আক্রমণ চালায়, তবে কেয়ামত নামিয়ে আনা হবে। এমন অস্ত্র ইসরাইলের কাছে আছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির চেয়ারম্যান ইয়ের কাটজ। স্থানীয় সময় শনিবার ইয়াহুদ-মনোসন শহরে ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির শ্রমিক পরিষদের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর জেরুজালেম পোস্টের।

ইয়ের কাটজ বলেন, ‘যদি আমরা বুঝতে পারি আমাদের অস্তিত্ব হুমকির মুখে এবং ইরান, ইয়েমেন, সিরিয়া, ইরাক ও মধ্যপ্রাচ্যের সব দেশ যদি সিদ্ধান্ত নেয় যে, তারা আমাদের বিরুদ্ধে বোঝাপড়া করার সময় এসেছে—এই অবস্থায় আমি মনে করি, আমাদের কেয়ামত নামিয়ে আনার মতো অস্ত্র ব্যবহারের সক্ষমতা আছে।’ তিনি আরও জোর দিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও জার্মানি আমাদের বুদ্ধি দিয়ে সাহায্য করে। তারা আমাদের জানায়- কোন কোন পদক্ষে আমাদের বিপদে ফেলতে পারে।’

ইসরাইলে ইরানি হামলার বিষয়ে ইয়ের কাটজ বলেন, ‘আমাদের প্রকৌশলী ও কর্মীরা বেশ কয়েক সপ্তাহ ধরে এ ধরনের দৃশ্যকল্পের জন্য প্রস্তুত ছিলেন। ঘটনার দিন শনিবার যখন আমাদের জানানো হয় যে, ইরান হামলা চালিয়েছে, তখন আমাদের কর্মীদের একটি বড় অংশ ঘুমন্ত অবস্থায় ছিল। তার পরও আমরা একটি স্বাভাবিক সকাল দেখতে পেয়েছি এবং এটি আমাদের মহাকাশশিল্পেরই অবদান।’ 

এদিকে, গত বছরের ৭ অক্টোবরের পর থেকে বাইডেন প্রশাসন ইসরাইলকে বিপুল পরিমাণে অস্ত্রসহায়তা দিয়ে আসছে। এসব মারণাস্ত্রের মধ্যে রয়েছে ২ হাজার পাউন্ডের বোমা, হেলফায়ার মিসাইল ও ক্ষেপণাস্ত্র। অস্ত্র চালান নিয়ে দুই মার্কিন কর্মকর্তা এক ব্রিফিংয়ে বিষয়টি প্রকাশ করেছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র কমপক্ষে দুই হাজার পাউন্ডের ১৪ হাজার এমকে-৮৪ বোমা, ৫০০-পাউন্ডের সাড়ে ছয় হাজার বোমা, এয়ার-টু-গ্রাউন্ড ক্ষেপণাস্ত্র ৩ হাজার ও ১ হাজার বাংকার বিধ্বংসী বোমা ইসরায়েলে পাঠিয়েছে। এ ছাড়া দুই হাজার ৬০০টি ছোট হাতবোমাসহ আরও কিছু গোলাবারুদ সরবরাহ করেছে।