কোহলির এক পোস্টেই আয় ১৫ কোটি
টুইটার ও ফেসবুক-এই দুই মাধ্যমেও ৫ কোটি করে অনুসারী রয়েছে ভারতীয় এই ব্যাটসম্যানের।
প্রথম নিউজ, খেলা ডেস্ক: ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলির এক পোস্টেই আয় ১৫ কোটি টাকা। ইনস্টাগ্রামে এক পোস্ট দিলে কোহলি আয় করেন ৮ কোটি ৯০ লাখ রুপি (১১ কোটি ৭৩ লাখ টাকা) ও আর টুইটারে প্রতি পোস্টে তার অ্যাকাউন্টে যোগ হয় আড়াই কোটি রুপি (৩ কোটি ৩০ লাখ টাকা)। ইনস্টাগ্রামে কোহলিকে অনুসরণ করেন ২৫ কোটি অনুসারী। টুইটার ও ফেসবুক-এই দুই মাধ্যমেও ৫ কোটি করে অনুসারী রয়েছে ভারতীয় এই ব্যাটসম্যানের।
ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী ‘এ’ প্লাস ক্যাটেগরিতে থেকে তিনি বছরে পাবেন ৭ কোটি রুপি। আর টেস্টে কোহলি ম্যাচপ্রতি পান ১৫ লাখ রুপি, ওয়ানডেতে ম্যাচ ফি ৬ লাখ ও টি-টোয়েন্টিতে ম্যাচ ফি ৩ লাখ রুপি। বিভিন্ন স্টার্টআপ কোম্পানি, বিজ্ঞাপন থেকেও কয়েক কোটি রুপি আয় করেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ১০৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৩৮৬ কোটি টাকা) সম্পত্তির মালিক কোহলি বিশ্বের সর্বোচ্চ উপার্জন করা ক্রীড়াবিদদের মধ্যে অন্যতম।