ক্ষুদে বিজ্ঞানীদের পুরস্কৃত করবে দীপ্ত টিভি
দেশের ক্ষুদে বিজ্ঞানীদের পুরস্কৃত করতে যাচ্ছে দীপ্ত টিভি
প্রথম নিউজ, ডেস্ক : দেশের ক্ষুদে বিজ্ঞানীদের পুরস্কৃত করতে যাচ্ছে দীপ্ত টিভি। এর নাম দেওয়া হয়েছে 'মনিমিক্স প্লাস ক্ষুদে বিজ্ঞানী অ্যাওয়ার্ড-২০২২'। ১৮ বছরের নিচে প্রাথমিক ও মাধ্যমিক শাখার আগ্রহী শিক্ষার্থীরা এতে অংশ গ্রহণ করতে পারবে। দুটি গ্রুপে বিজ্ঞানের বিভিন্ন শাখাতে এ পুরস্কারের জন্য আবেদন করা যাবে।
প্রথম থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত 'ক' গ্রুপ এবং সপ্তম থেকে দশম শ্রেণি পর্যন্ত 'খ' গ্রুপ। অ্যাওয়ার্ড ক্যাটাগরির গ্রুপ 'ক' (প্রথম থেকে ষষ্ঠ শ্রেণি) বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট, আইসিটি উদ্ভাবন, রোবটিক্স, কৃষি প্রযুক্তি, সমাজ ও পরিবেশ বিজ্ঞান । গ্রুপ 'খ' (সপ্তম থেকে দশম শ্রেণি) বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট, আইসিটি উদ্ভাবন, রোবটিক্স, কৃষি প্রযুক্তি ও গেমস কোডিং। ব্যক্তিগত ভাবে অথবা গ্রুপের মাধ্যমেও প্রজেক্ট জমা দেওয়া যাবে।
দুটি গ্রুপের প্রথম ৩ জনের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। দেশের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিজ্ঞানকে আরও জনপ্রিয় করে তুলতে এবং তাদের উদ্ভাবনী ক্ষমতাকে সবার সামনে হাজির করার লক্ষ্যে এই আয়োজনটি করা হচ্ছে বলে জানিয়েছে দীপ্ত টিভি কর্তৃপক্ষ।
আগামী ১ জুলাই প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল থেকে ক্ষুদে বিজ্ঞানীদের পুরস্কার প্রদানের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews