ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন কাজী হায়াৎ ও মাজহারুল ইসলাম
প্রথম নিউজ, ডেস্ক : প্রতি বছরের মতো এবারও ফজলুল হক স্মৃতি পুরস্কার-২০২১ প্রদান করা হয়েছে। রাবেয়া খাতুন প্রবর্তিত এ বছর ২১তম ফজলুল হক স্মৃতি পুরস্কার পেয়েছেন চলচ্চিত্র পরিচালক হিসেবে কাজী হায়াৎ এবং চলচ্চিত্র সাংবাদিকতায় অন্যদিন সম্পাদক মাজহারুল ইসলাম। বাংলাদেশের প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’ এর সম্পাদক ও বাংলাদেশের শিশুতোষ চলচ্চিত্র প্রেসিডেন্ট এর নির্মাতা প্রয়াত ফজলুল হক স্মরণে প্রতি বছর ২৬শে অক্টোবর এই পুরস্কার প্রদান করা হয়। গতকাল চ্যানেল আই কার্যালয়ে অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের হাতে পুরস্কার তুলে দেন ইমপ্রেস গ্রুপ, চ্যানেল আই’র পরিচালক মুকিত মজুমদার বাবু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্য নির্দেশক নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, সৈয়দ সালাহউদ্দীন জাকী, রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী, অভিনেতা আল মনসুর। এ সময় ফজলুল হকের জীবন ও কর্ম নিয়ে শহিদুল আলম সাচ্চু নির্মিত ‘সম্মুখযাত্রী ফজলুল হক’ প্রমাণ্য চিত্রটি প্রদর্শিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ফজলুল হকের স্নেহধন্য অনেকে। পুরস্কারপ্রাপ্তির পর কাজী হায়াৎ ও মাজহারুল ইসলাম কৃতজ্ঞতা প্রকাশ করেন ফজলুল হক স্মৃতি কমিটির প্রতি। তারা বলেন, এমন গুণী মানুষের নামাঙ্কিত পদকটি পেয়ে অভিভূত।
পুরস্কারের অর্থমূল্য ছিল প্রতিটি ২৫ হাজার টাকা, সম্মাননা পত্র ও ক্রেস্ট। প্রয়াত ফজলুল হক স্মরণে ২০০৪ সাল থেকে এই পুরস্কার প্রবর্তন করেন বিশিষ্ট কথাশিল্পী রাবেয়া খাতুন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: