কুষ্টিয়ায় বাবার জানাজা ৯ টায়, একমাত্র সন্তানের এসএসসি পরীক্ষা ১০ টায়! 

কুষ্টিয়ায় বাবার জানাজা ৯ টায়, একমাত্র সন্তানের এসএসসি পরীক্ষা ১০ টায়! 

প্রথম নিউজ, কুষ্টিয়া :  কুষ্টিয়ার মিরপুরউপজেলার ধুবইল পুকুরপাড়া গ্রামের শহিদুল ইসলাম ফুতু (৪৫), পেয়াজু বিক্রয় করে চালাতেন সংসার। গতরাত আনুমানিক  ১২.৩০ হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়া ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)

ছেলের পাশে বাবার লাশ, সকাল ৯ টায় ছিল জানাযা, দশটায় একমাত্র ছেলে সিয়ামের এসএসসি পরিক্ষা মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে। বাবাকে দাফন করেই একমাত্র সন্তানকে ছুটতে হয় পরীক্ষার হলে। বাবার মৃত্যু পর তার লাশের পাশে দুচোখের অশ্র ঝরিয়ে নির্বাক হয়ে বসে ছিলেন এক মাত্র সন্তান। আল্লাহ তুমি ছেলে সহ তাদের পরিবারের সকলকে  ধৈর্য্য ধরার তৌফিক দান করুন। আমিন।