কুষ্টিয়ায় নির্যাতনের শিকার গৃহবধূ আহ্লাদী দু দিন ধরে  নিখোজ !

গত বৃহস্পতিবার  ২৭-০৭-২০২৩  দিবাগত রাত ১০ ঘটিকার সময় মাদকাসক্ত স্বামী ও  শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতনের শিকার হয়ে, সে বাড়ি থেকে পালিয়ে  বেড়িয়ে যায়।

কুষ্টিয়ায় নির্যাতনের শিকার গৃহবধূ আহ্লাদী দু দিন ধরে  নিখোজ !

প্রথম নিউজ, হাসানুল কবির নাজির কুষ্টিয়া:  কুষ্টিয়ার সদর উপজেলার বল্লভপুর গ্রামের গৃহবধু আহ্লাদী (২০) শ্বশুর বাড়িতে নির্যাতনের শিকার হয়ে ২ দিন ধরে নিখোঁজ হয়ে আছে। গত বৃহস্পতিবার  ২৭-০৭-২০২৩  দিবাগত রাত ১০ ঘটিকার সময় মাদকাসক্ত স্বামী ও  শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতনের শিকার হয়ে, সে বাড়ি থেকে পালিয়ে  বেড়িয়ে যায়। তার পর থেকে তার  আর কোন খোজ পাওয়া যায় নি।

জানাযায়, ২ বছর আগে আহ্লাদী ও সজীবের  পারিবারিক ভাবে বিবাহ হয়।  বিয়ের পর থেকে মাদকাসক্ত স্বামী  সজীব (২৫) যৌতুকের জন্য বিভিন্নভাবে  চাপ সৃষ্টি করে এবং নগদ (৭০) হাজার টাকা যৌতুক দিতে বাধ্য করে।  এদিকে আহ্লাদীর  পিতা কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ভাগাইপুর গ্রামের দিনমজুর দরীদ্র কৃষক ছলেমান (৪৫) উদ্বেগ ও উৎকন্ঠাই দিনপাত করছে। 
এদিকে  তার স্বামী সজীবের সাথে মুঠোফোন যোগাযোগ করা হলে গালাগালি করে এবং এর দায়ভার নিতে রাজী নই বলে জানান। আহ্লাদীর পিতা বলেন থানায় একটি জিডি করার প্রস্তুতি চলছে।