কিশোরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আসফাক, সম্পাদক মাহবুব
রোববার (১৫ মে) বিকেলে কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান সংলগ্ন গরু হাট ময়দানে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমিনুল ইসলাম আসফাক।
প্রথম নিউজ,কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আমিনুল ইসলাম আসফাককে সভাপতি এবং মাহবুবুল আলমকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
রোববার (১৫ মে) বিকেলে কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান সংলগ্ন গরু হাট ময়দানে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমিনুল ইসলাম আসফাক।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি কেন্দ্রীয় নেতা মো. শরীফুল আলম, জেলা বিএনপির সহ সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল, অ্যাডভোকেট জালাল উদ্দীন, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, রুহুল হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল প্রমুখ।
দুপুর থেকে কিশোরগঞ্জ পৌর বিএনপির বিভিন্ন ইউনিটের কাউন্সিলর-ডেলিগেট ও নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার-ফেস্টুন হাতে সম্মেলন স্থলে আসেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews