কিশোরগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু
কিশোরগঞ্জ জেলা কারাগারে আলেক চান (৬৫) নামে এক হাজতি মারা গেছেন
প্রথম নিউজ, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ জেলা কারাগারে আলেক চান (৬৫) নামে এক হাজতি মারা গেছেন। গুরুতর অসুস্থ অবস্থায় কারাগার থেকে রোববার (২ এপ্রিল) দিনগত রাত পৌনে ১২টার দিকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত হাজতি আলেক চান জেলার ভৈরব উপজেলার বাসিন্দা। হার্টসহ শ্বাসকষ্ট জনিত রোগে তিনি অনেকদিন ধরেই ভুগছিলেন।
কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. শামীম ইকবাল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাজতি আলেক চান গত ৭-৮ বছর যাবত হার্টের অসুখসহ শ্বাসকষ্ট জনিত রোগ ছিল তার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে শনিবার কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়ে তাকে।
জেল সুপার আরও বলেন, রোববার দিনগত রাত ১১টার দিকে আবার অসুস্থ হলে তাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২টার দিকে হাজতি আলেক চানের মৃত্যু হয়। এরই মধ্যে পরিবারকে জানানো হয়েছে। জেল বিধি মোতাবেক সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: