কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
শুক্রবার সকালে উপজেলার খাঁড়াজোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রথম নিউজ, গাজীপুর: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার খাঁড়াজোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— জেলি আক্তার (২২), সোহরাব আকন্দ (২৪)। নিহত ওই দুজনের ঠিকানা এখনো পাওয়া যায়নি। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাঁড়াজোড়া এলাকায় শুক্রবার সকালে অজ্ঞাত ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা জেলি আক্তার ও সোহরাব আকন্দ নামে দুজন সিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এলাকাবাসী লাশ দুটি দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুটি লাশ উদ্ধার করে সালনা হাইওয়ে থানা পুলিশ।
সালনা হাইওয়ে থানার ওসি আতিকুর রহমান জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শুক্রবার সকালে অজ্ঞাত ট্রাকের ধক্কায় দুজন নিহত হয়েছেন। তবে ঘাতক ট্রাকটি পালিয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: