পদ্মা নদী থেকে ৭ চাঁদাবাজকে আটক করেছে নৌপুলিশ

শুক্রবার সকালে জাজিরার পালেরচর ও কুণ্ডেরচর এলাকায় পদ্মা নদী থেকে তাদের আটক করা হয়।

পদ্মা নদী থেকে ৭ চাঁদাবাজকে আটক করেছে নৌপুলিশ
পদ্মা নদী থেকে ৭ চাঁদাবাজকে আটক করেছে নৌপুলিশ

প্রথম নিউজ, শরীয়তপুরে: শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে চাঁদাবাজি করার সময় হাতেনাতে চাঁদাবাজ চক্রের সাত সদস্যকে আটক করেছে মাঝিরঘাট নৌপুলিশ। শুক্রবার সকালে জাজিরার পালেরচর ও কুণ্ডেরচর এলাকায় পদ্মা নদী থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাঝিরঘাট নৌপুলিশ ফাঁড়ির আইসি মো. জহিরুল হক।

আটককৃতরা হলেন— জাজিরার পাথালিয়া কান্দির মোক্তার মাদবরের ছেলে আল আমিন মাদবর (২২), বাবুরচর আব্বাস বেপারি কান্দির আবু মাদবরের ছেলে রাজিব মাদবর (২২), জব্বার আলী আকন কান্দির মোশারফ আকনের ছেলে শান্ত আকন (২১), কালিকা প্রসাদের আনিস শেখের ছেলে নসিন শেখ (১৯), বাবুরচর সরলখার কান্দির মো. কাজল ওরফে কালু খানের ছেলে মো. মামুন খান (২৩) এবং একই এলাকার আমিন হোসেন আকনের ছেলে স্বপন আকন (২৬) ও ইব্রাহিম মাদবরের ছেলে ইমরান
হোসেন মাদবর (২০)।

এ সময় তাদের কাছ থেকে দুটি ট্রলার এবং চাঁদাবাজি করা ৬ হাজার টাকা ও শপিংব্যাগ উদ্ধার করে নৌপুলিশ। এ ঘটনায় জাজিরা থানায় চাঁদাবাজির মামলা করা হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: