কালিয়াকৈরে বাসের ধাক্কায় নিহত ৪

শনিবার (৩০ জুলাই) রাত পৌনে ১১টার দিকে উপজেলার টিএনটি বটতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

কালিয়াকৈরে বাসের ধাক্কায় নিহত ৪

প্রথম নিউজ, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাসের ধাক্কায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে চালকসহ চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। শনিবার (৩০ জুলাই) রাত পৌনে ১১টার দিকে উপজেলার টিএনটি বটতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে; তারা হলেন- অটোচালক সিদ্দিকুর রহমান, যাত্রী মেহেদি হাসান ও আতিকুল ইসলাম। কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ইতিহাস পরিবহনের একটি বাস কালিয়াকৈর স্ট্যান্ড থেকে চন্দ্রায় যাচ্ছিলো। পথে কালিয়াকৈর উপজেলার টিএনটি বটতলা মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চালকসহ দুজনের মৃত্যু হয়।

স্থানীয়রা আহত আরও তিন যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে আরেকজনের মৃত্যু হয়। পরে টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালে আরও একজন মারা যান। এ ঘটনায় আহত একজনকে শেখ ফজিলাতুন্নেছা বিশেষায়িত হাসপাতাল ভর্তি করা হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom